খােলা বাজার২৪। বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭: আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরির ‘হ্যাটট্রিক’ গড়লেন রোহিত শর্মা৷ শুরুতে করেছিলেন ২০৯, এরপর রেকর্ড গড়া ২৬৪ আর আজকে অনবদ্য ২০৮*৷
২০১৩ সালে ব্যাঙ্গালোরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৯ রানের ইনিংস দিয়ে শুরু করেন ব্যক্তিগত ডাবল সেঞ্চুরি অর্জন করা। অবশ্য তিনিই প্রথম নন তার আগেও দুজন ভারতীয় এই কীর্তি গড়েন। তারা হলেন- শচীন টেন্ডুলকার ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০০ রানের ইনিংস খেলেন যা ওয়ানডে ক্রিকেটের প্রথম ডাবল সেঞ্চুরি। এরপর বিরেন্দর শেবাগ খেলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২১৯ রানের ইনিংস।
বিশ্ব ক্রিকেটের ইতিহাসে একমাত্র ব্যাটসম্যান রোহিত শর্মা যিনি ওয়ানডে ক্রিকেটে একাধিকবার দ্বিশতক রানের ইনিংস খেলেছেন। ব্যক্তিগত দ্বিশতক রানের ইনিংস খেলেন এই শ্রীলঙ্কার বিরুদ্ধেই ২০১৪ সালে। কলকাতার ইডেন গার্ডেনে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেলে এক বিশ্ব রেকর্ড গড়েন। ১৭৪ বলে সেদিন খেলেছিলেন ২৬৪ রানের ইনিংস।
আর আজ খেললেন ব্যক্তিগত তৃতীয় ডাবল সেঞ্চুরির ইনিংস। মোহালির মাঠে ১৫৩ বলে অপরাজিত ২০৮ রানের ইনিংস খেলেন। যেখানে ছিল ১৩টি চারের মার ও ১২টি ছয়ের মার।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এ পর্যন্ত মাত্র ৭টি ব্যক্তিগত ডাবল সেঞ্চুরি এসেছে। ৫টিই ভারতীয় ব্যাটসম্যানদের দখলে। শচীন ও শেবাগ ১টি করে, এবং রোহিত শর্মা একাই ৩টি। বাকি ২টির একটি করেছেন ক্যারিবিয় ব্যাটিং দানব ক্রিস গেইল। আরেকটি করেছেন
মোহালিতে এদিন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন ব্যক্তিগত তৃতীয় ডাবল সেঞ্চুরি ছাড়াও আরেকটি রেকর্ড গড়েন৷ ভারতীয় অধিনায়ক হিসেবে রোহিত টপকে যান বিরাট কোহলিকে৷ এর আগে জাতীয় দলের ক্যাপ্টেন হিসেবে বিরাট সর্বোচ্চ ১৩৮ রান করেছিলেন রাঁচিতে৷ যে রেকর্ডএখন রোহিতের দখলে। পাশাপাশি মোহালির মাঠে এদিন সর্বোচ্চ স্কোর করল ভারত৷ এর আগে মোহালিতে ভারতের সর্বোচ্চ রান ছিল পাকিস্তানের বিরুদ্ধে ৩২১ রান৷