Wed. Sep 17th, 2025
Advertisements

খােলা বাজার২৪। রবিবার, ১৭ডিসেম্বর, ২০১৭: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা দেশ স্বাধীনতার বিরোধীতা করেছে এবং দেশের টাকা পাচার করে বিদেশে পাঠিয়েছে তাদেরকে দেশের জনগণ আর কখনও ভোট দেবে না। রোববার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত সম্মেলনে তিনি একথা বলেন।

জিয়া পরিবারের দুর্নীতির কথা উল্লেখ করে  শেখ হাসিনা বলেছেন, ‘এক সময় তাদের নামে জাহাজ বের হয়েছে- কোকো-১, কোকো-১ নামে। এখন দেখি শপিং মল, ফ্ল্যাট আর হাজার হাজার কোটি টাকা বের হয়। তারা আবার স্বপ্ন দেখে ক্ষমতায় যাওয়ার, রাজনীতি করার!’

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, পঁচাত্তরের পরে যারা মুক্তিযোদ্ধা তারা পথে বসলো আর যারা যুদ্ধাপরাধী তাদের ক্ষমতায় বসানো হলো। সেই সময়ে রাষ্ট্রদূত হলো কারা, যারা বঙ্গবন্ধুর খুনী। দেশের বাইরে তাহলে দেশের ভাবমুর্তি কোথায় থাকলো? এসব ঘটনা স্বাধীন দেশে বিশ্বাসীরা কিভাবে মেনে নিতে পারে? স্বাধীনতার কথাও বলবেন আবার যুদ্ধাপরাধীর মদদদাতাদের নিয়ে দল গঠন করবে সেটা কিভাবে হতে পারে? আমরা এদেশকে এগিয়ে নিতে যাই আর তারা পেছনে টানে।

এসময় তিনি বঙ্গবন্ধুর নানান সময়ের কথা টেনে বলেন, ৬৬ সালে তাকে গ্রেফতার করা হয়। এরপর একটার পর একটা মামলা। সোহরাওয়ার্দীতেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধু। এখানে দাঁড়িয়েই ১০ জানুয়ারি তিনি ঘোষণা দিয়েছিলেন কিভাবে বাংলাদেশ গড়ে তোলা হবে। ১০ জানুয়ারির আগে নানানভাবে তিনি প্রাণে বেঁচে যান। যুদ্ধকালীন ও যুদ্ধপরবর্তী সময়ে দেখেছি বঙ্গবন্ধুকে সবভাবে সাহায্য করতেন আমার মা। মা বাইরে যেতেন না। কিন্তু বাবার কাজে সবসময় তাকে পাশে দেখেছি। তিনবছর মাত্র সময় পেয়েছিলেন তিনি। সেই সময়ে চেয়েছিলেন দেশকে গড়ে তুলতে।