Wed. Oct 15th, 2025
Advertisements

খােলা বাজার২৪।বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭: সারাদেশে জাজ মাল্টিমিডিয়ার আয়ত্তে যতগুলো সিনেমাহল রয়েছে, সবগুলোতেই ‘পুত্র’ চলচ্চিত্রটি প্রদর্শনের জন্য চলচ্চিত্রটির পরিবেশনা সংস্থা জাজ মাল্টিমিডিয়াকে নির্দেশ দিয়েছে সরকার। এমনকি ‘পুত্র’ ব্যতিত জাজের সিনেমাহলগুলোতে অন্য কোনো চলচ্চিত্র প্রদর্শন না করার জন্য জাজকে চিঠিও দেয়া হয়েছে।

তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালকের স্বাক্ষর করা চিঠিতে বলা হয়েছে, ‘সারাদেশে জাজের মেশিন আছে, এমন হলগুলোতে ছবিটি মুক্তি দিতে হবে। এই ছবি ব্যতীত জাজ তাদের মেশিনে অন্য কোনো ছবি চালাতে পারবে না। এ বিষয়টি সকল জেলার দায়িত্বে থাকা জেলা প্রশাসক ও জেলা অফিসারগন মনিটরিং করবেন।
তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিটি প্রাপ্তির কথা স্বীকার করে জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে জানানো হয়, চিঠিতে উল্লেখিত দিক-নির্দেশনা অনুসারেই চলচ্চিত্রটি মুক্তির প্রস্তুতি নেয়া হচ্ছে। তবে, কয়টি সিনেমাহলে ছবিটি মুক্তি পাবে সেটি নিশ্চিত হতে আরও দুই একদিন সময় লাগবে। এই মুহূর্তে ‘গহীন বালুচর’ সিনেমার মুক্তির ব্যস্ততা যাচ্ছে।

প্রসঙ্গত, নতুন বছরের প্রথম সপ্তাহে মুক্তি পাচ্ছে সরকারী অনুদানের চলচ্চিত্র ‘পুত্র’। তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের প্রযোজনায় এবং ইমপ্রেস টেলিফিল্মের তত্ত্বাবধায়নে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সাইফুল ইসলাম মান্নু। অটিস্টিক শিশুদের বেড়ে ওঠা, পরিবারের চ্যালেঞ্জ আর পারিপার্শ্বিক সামাজিক অবস্থায় একটি অটিস্টিক শিশুর জীবন-যাপনের চিত্র নিয়ে তৈরি এই চলচ্চিত্রটিতে প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস, আজিজুল হাকিম, জয়া আহসান, ডলি জহুর, শামস সুমনসহ অনেকে।

‘পুত্র’ চলচ্চিত্রটি পরিবেশনার দায়িত্ব নিয়েছে জাজ মাল্টিমিডিয়া। কিন্তু জাজ মাল্টিমিডিয়ার পরিবেশনায় আগামীকাল শুক্রবার থেকে মুক্তি পাচ্ছে ‘গহীন বালুচর’ নামের আরেকটি চলচ্চিত্র। ইতোমধ্যে ২৬টি সিনেমাহল চূড়ান্ত হয়েছে। প্রথম সপ্তাহর পর দ্বিতীয় সপ্তাহেও অনেকগুলো সিনেমাহলে প্রদর্শনের প্রস্তুতি নিয়েছে তারা। আর তথ্য মন্ত্রণালয়ের পুত্র চলচ্চিত্রটিকে রাজধানীর গুটিকয়েক সিনেপ্লেক্সে প্রদর্শনের কথা ব্যক্ত করেন জাজ মাল্টিমিডিয়ার সিইও আমিনুল্লাহ খোকন।  কিন্তু শুধু সিনেপ্লেক্সেই নয়, তথ্য মন্ত্রণালয় চায় চলচ্চিত্রটি সারাদেশেই প্রদর্শিত হোক।