Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০১৮: ঢামেকে চিকিৎসারত অবস্থায় এক লাইবেরিয়ান ফুটবলারের মৃত্যু হয়েছে। তাঁর নাম বালাক (৩৪)। তিনি চট্টগ্রাম মোহামেডানের হয়ে খেলতেন।

পুলিশ জানিয়েছে, গতকাল বুধবার রাতে গুরুতর অসুস্থ অবস্থায় বালাককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে রাত ১টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, বালাক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম রাতে হাসপাতালে গণমাধ্যমকে জানান, বালাক রাজধানীর রামপুরায় মহানগর প্রজেক্টের ৩ নম্বর রোডের শফিকুল ইসলামের বাড়ির নিচতলার ভাড়াটিয়া ছিলেন।

শফিকুল ইসলামের বাড়ির নিরাপত্তারক্ষীর বরাত দিয়ে এসআই আরও জানান, বালাক বেশ কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। এ ছাড়া কিডনিসহ নানা রোগে আক্রান্ত ছিলেন।

বালাকের মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান এসআই।