Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। রবিবার,৭ জানুয়ারি, ২০১৮:  অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে লিভারপুল থেকে ফিলিপ্পে কুতিনহোকে ন্যু ক্যাম্পে ভাগিয়ে আনতে সফল হলো বার্সেলোনা। ১৬০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ব্রাজিলিয়ান তারকার দলবদলে ঐক্যমতে পৌঁছেছে দুই ইউরোপিয়ান জায়ান্ট। এখন কেবল আনুষ্ঠানিকতা বাকি।

স্পোর্ট জানিয়েছে, এ মাসেই কুতিনহোর দলবদল সম্পন্ন হবে এবং বার্সেলোনার সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে সই করবেন ২৫ বছর বয়সী খেলোয়াড়টি। যদিও চুক্তির ব্যাপারটি এখনো চূড়ান্ত হয়নি। স্পোর্ট লিখেছে, ‘সর্বশেষ অংকের প্রস্তাবের পর গতকাল (শুক্রবার) কুতিনহোর চুক্তির ব্যাপারে নীতিগতভাবে রাজি হয়েছে লিভারপুল।’

কুতিনহোর মতো দুর্দান্ত ফর্মে থাকা খেলোয়াড় বার্সেলোনায় চলে গেলে বড় ধাক্কাই খাবে লিভারপুল। নিজের সর্বশেষ সাত ম্যাচে ছয় গোল করেছেন তিনি। বিপরীতে নেইমারের অভাব পূরণ হবে বার্সেলোনায়। গত গ্রীষ্মে ২২ কোটি ২০ লাখ ইউরোর বিশ্বরেকর্ড ফিতে নেইমারকে কিনে নেয় ফরাসি জায়ান্ট পিএসজি। সেই থেকে নেইমারের জায়গায় যোগ্য কাউকে কেনার চেষ্টা করে যাচ্ছে কাতালানরা। কুতিনহোর জন্য গত গ্রীষ্মেই তিন দফায় লিভারপুলকে প্রস্তাব দিয়ে ব্যর্থ হয় বার্সেলোনা। লিভারপুল তার জন্য যে অর্থ দাবি করেছে, স্প্যানিশ ক্লাবটির প্রস্তাব তার চেয়ে অনেক কম থাকায় চুক্তিটা সেবার আলোর মুখ দেখেনি। অবশেষে চলতি শীতকালীন দলবদলে তার জন্য ফি বাড়িয়ে প্রস্তাব করেছে ইউরোপের অন্যতম সেরা দলটি। তাতেই হাইপ্রোফাইল এ দলবদল সম্পন্ন হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

গুজব সৃষ্টি হওয়ার কারণও স্পষ্ট। শুক্রবার রাতে এফএ কাপে এভারটনকে ২-১ গোলে হারায় লিভারপুল, যে ম্যাচে খেলেননি কুতিনহো। কিছু সংবাদমাধ্যম বলছে, শনিবার রাতেই স্পেনে এসে আজ লেভান্তের বিপক্ষে বার্সেলোনার খেলাও দেখতে পারেন কুতিনহো। এখন দেখার অপেক্ষা, তাদের খবর কতটা সত্য হয়।

কুতিনহোকে নিয়ে বার্সায় উচ্চাশাই রয়েছে। তিন বড় তারকা লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা ও লুই সুয়ারেজরা সবাই ত্রিশোর্ধ্ব। এরা ন্যু ক্যাম্পে খুব বেশিদিন হয়তো থাকবেন না। তাই কুতিনহোর মতো সম্ভাবনাময় তারকাকে পেলে খুশি হবেন কাতালান ক্লাবটির নীতিনির্ধারকরা।

এদিকে ফরাসি সংবাদমাধ্যম লা’কিপ লিখেছে, কুতিনহোর জায়গায় লেস্টার সিটির আলজেরিয়ান মিডফিল্ডার রিয়াদ মাহরেজকে কেনার পরিকল্পনা লিভারপুলের। অন্য এক সংবাদমাধ্যম লিখেছে, মোনাকো থেকে থমাস লেমারকেও কিনতে পারে ক্লাবটি।