খােলা বাজার২৪। সোমবার,৮ জানুয়ারি, ২০১৮: নতুন বছরের শুরু থেকে ব্ল্যাকবেরি ওএস, ব্ল্যাকবেরি ১০, উইন্ডোজ ফোন ৮.০ এবং অন্যান্য পুরনো প্ল্যাটফরম থেকে হোয়াটসঅ্যাপ আর ব্যবহার করা যাবে না বলে জানিয়েছিলেন, ফেসবুক মালিকানাধীন জনপ্রিয় ম্যাসেঞ্জার অ্যাপ হোয়াটসঅ্যাপ।
তবে ব্ল্যাকবেরি ১০ এর ব্যবহারকারীরা অ্যাপসটি আরও ২ সপ্তাহ ব্যবহার করতে পারবেন।
একটি সাপোর্ট নোটে কোম্পানিটি জানিয়েছে, ভবিষ্যতে আমাদের অ্যাপসের বিকাশের জন্য যে ধরনের কারিগরি সহায়তা দরকার, এ অপারেটিং সিস্টেমগুলোতে সে সুবিধা নেই। তাই কেউ যদি এই ডিভাইসগুলো ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ব্যবহার চালিয়ে যেতে নতুন ওএস সংস্করণ বা অ্যান্ড্রয়েড ওএস ৪.০+, আইওএস ৭+ বা উইন্ডোজ ফোন ৮.১+ এ আপগ্রেড করুন।
এছাড়া ২০১৮ সালের ৩১ ডিসেম্বর থেকে নোকিয়াএ স৪০ ভার্সনেও হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে। এর আগে গত বছরের ৩০ জুন নোকিয়ার মডেল সিম্বিয়ান এস৬০ এই অ্যাপসটি বন্ধ হয়ে যায়।
হোয়াটসঅ্যাপের সিস্টেমের প্রাইভেসির সিস্টেমকে আরো শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
২০১৬ সালে বন্ধ হয়ে যায় উইন্ডোজ ফোন ৭, অ্যান্ড্রয়েড ২.১, অ্যান্ড্রয়েড ২.২ এবং আইওএস এর মতো ওএস ভার্সনে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যায়।
২০০৯ সালে যাত্রা শুরু করে হোয়াটসঅ্যাপ। ২০১৪ সালে ১৯০০ কোটি ডলারে হোয়াটসঅ্যাপ কিনে নেয় ফেসবুক। বর্তমানে বিশ্বজুড়ে শত কোটির বেশি ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন।