খােলা বাজার২৪। মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০১৮: দ্বিপক্ষীয় সম্পর্কের রজতজয়ন্তী উপলক্ষ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার ৬ দিনের সফরে ভারত পৌঁছেন। সফরের তৃতীয় দিন স্ত্রী সারাকে নিয়ে আগ্রার তাজমহল পরিদর্শন করেছেন তিনি।
তাজমহলের সামনে অবস্থিত বিখ্যাত বেঞ্চের ওপর দাঁড়িয়ে স্ত্রী সারার হাত ধরে ছবি তোলেন নেতানিয়াহু। এর আগে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ ঐতিহ্যের ঢালি দিয়ে তাদের বরণ করে নেন। আগ্রা ছাড়াও মুম্বাইতে বলিউড তারকাদের সঙ্গে সাক্ষাত ও মোদির জন্মস্থান গুজরাট সফর করবেন তারা। এর আগে সোমবার দ্বি-পক্ষীয় ৯টি চুক্তি স্বাক্ষরসহ বন্ধু মোদির সঙ্গে সম্পর্ক আরো ঝালাই করে নেন নেতানিয়াহু।