Mon. May 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৮:  দেশের শতাধিক প্রেক্ষাগৃহে শুক্রবার মুক্তি পেয়েছে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালো থেকো’ চলচ্চিত্রটি। এতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন আরেফিন শুভ ও তানহা তাসনিয়া।

ছবিটি নিয়ে চিত্রনায়িকা তানহা বলেন, বেশ ভালো সাড়া পাচ্ছি দর্শকদের কাছ থেকে। এভাবে সবার ভালোবাসা আর দোয়া থাকলে আমি অনেক দূর যেতে পারবো, ভালো কাজ উপহার দিতে পারবো।

মুক্তির পর ‘ভালো থেকো’ দেখতে গিয়েছিলেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এক বুক উৎকণ্ঠা-উন্মাদনা নিয়ে শুক্রবার বলাকা ও মধুমিতা হলে, পরে শনিবার সাভার ও টঙ্গীর হলে সিনেমাটি দেখেছি। ভালো লাগার বিষয় হলো মধুমিতা হলে এতটাই ভিড় ছিলো যে আমাকে দাঁড়িয়ে ছবি দেখতে হয়েছে।

দি অভি কথাচিত্রের ব্যানারে ২০১৬ সালের সেপ্টেম্বরে ‘ভালো থেকো’র কাজ শুরু হয়। এর সঙ্গীত পরিচালনা করেছেন শফিক তুহিন ও কলকাতার স্যাভি। বাংলাদেশ ছাড়াও নেপালে ছবিটির শুটিং সম্পন্ন হয়েছে।

শুভ-তানহা ছাড়াও ছবিতে  আমজাদ হোসেন, কাজী হায়াৎ, আসিফ ইমরোজ, তানিন সুবাহ, রেবেকা প্রমুখ অভিনয় করেছেন।