Tue. Oct 14th, 2025
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮: সুপার হিরো সুপার হিরোইনখ্যাত লামিয়া মিমো। অনেক দিন কোনো সংবাদে নেই তিনি। চলচ্চিত্র কিংবা ছোটপর্দা কোথাও তাকে দেখা যায়না। সর্বশেষ মিমো ‘ঢাকা অ্যাটাক‘ ছবির আইটেমে পারফমের্ন্স করেন।

সম্প্রতি সিডি চয়েস মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে মিমোর ‘ওল্ড টাউন এক্সপ্রেস’ শীর্ষক একটি নাটক। এতে মিমো ওল্ড টাউনের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন।

এ প্রসঙ্গে মিমো বলেন, এই নাটকটিতে পুরান ঢাকার কৃষ্টি কালচার, সামাজিকতা ও তাদের জীবন-যাপনের বাস্তব চিত্র ফুটে উঠেছে। এতে অভিনয় করে ভালো লেগেছে। মানুষ এখন হাসির নাটক দেখতে বেশি পছন্দ করেন। আশা করি, নাটকটি দর্শকদের পূর্ন মাত্রায় বিনোদন দিতে পারবে।

আনোয়ার হোসেন ও নিয়াজ নাদভীর যৌথ রচনা ও পরিচালনায় নাটকটি নির্মিত হয়েছে। মিমো ছাড়াও এতে আরফান, মম মোর্শেদ, জয়রাজ, দিহান, চৈতি, মুকিত যাকারিয়া, কাজী উজ্জল, তমাল, আল-আমিন সবুজ প্রমুখ অভিনয় করেছেন।