Mon. Oct 27th, 2025
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৮: চ্যাম্পিয়ন্স লিগে গোলের সেঞ্চুরি করেছিলেন আগেই। এবার রিয়ালের হয়েও এই মাইলফলক স্পর্শ করলেন রোনালদো। বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে পিএসজির বিপক্ষে জোড়া গোল করে রিয়ালের জার্সিতে শততম গোলের মাইলফলক স্পর্শ করেন পর্তুগিজ এই যুবরাজ।

লা লিগায় চলতি মৌসুমে নিজের মানের প্রতি খুব একটা সুবিচার করতে পারছিলেন রোনালদো। তবে চ্যাম্পিয়ন্স লিগে ছিলেন বরাবরই উজ্জ্বল। রিয়ালের জার্সিতে শততম গোলের মাইলফলক স্পর্শ করতে প্রয়োজন ছিল মাত্র ১ গোলের। এমন সমীকরণ নিয়ে পিএসজির বিপক্ষে মাঠে নামেন রোনালদো।

ম্যাচের ৪৫ মিনিটে বিরতি ঠিক আগে ডি-বক্সে জার্মান মিডফিল্ডার ক্রুসকে কাঁধ ধরে ঠেকানোর চেষ্টা করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে বল জালে জড়ান রোনালদো। আএ এতেই চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের হয়ে শততম গোলটি পেয়ে যান এই তারকা।

ম্যাচের ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। বদলি হিসেবে নামা মার্কো আসেনসিওর ক্রস গোলরক্ষক আরিওলা ফিরিয়েছিলেন, কাছে থাকা পর্তুগিজ ফরোয়ার্ড হাঁটু দিয়ে বল জালে পাঠিয়ে দেন।

এ নিয়ে চলতি আসরে রোনালদোর গোল হলো সর্বোচ্চ ১১টি। আর ইউরোপের সেরা ক্লাবগুলোর এই প্রতিযোগিতায় সব মিলিয়ে সর্বোচ্চ ১১৬টি। ইয়াহু স্পোর্টস