খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৮: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে সক্রিয় ভাবে সকল কর্মসুচীতে অংশ নেয়ার আহবান জানিয়ে লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে রাজনৈতিক কারনে সাজা দিয়েছে আদালত। বর্তমান সরকার আদালতের ঘাড়ে বন্ধুক রেখে বিরোধী শক্তিকে নির্মুল অভিযানে নেমেছে। ২০ দলীয় জোট নিয়মতান্ত্রিক আন্দোলন সংগ্রামের মাধ্যমে বেগম জিয়ার মুক্তি চায়। তাই জোটের সকল কর্মসুচীতে জেলা, মহানগর ও উপজেলা লেবার পার্টির কমিটি সক্রিয় ভাবে অংশ নেবে।
তিনি আজ (বৃহস্পতিবার) বিকাল ৪টায় লেবার পার্টির ৮৫/১ নয়াপল্টনস্থ কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টির যৌথসভায় সভাপতির বক্তব্যে একথা বলেন।
তিনি আরো বলেন, দেশ আজ চরম ক্রান্তীকাল অতিক্রম করছে। জাতীয়তাবাদী ও ধর্মীয় মুল্যোবোধের শক্তির বিরুদ্ধে আধিপত্যবাদী আগ্রাসী অপশক্তি শকুনের ভুমিকায় নেমেছে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে পরিকল্পিত ভাবে মিথ্যা ও হয়রানী মুলক মামলায় রায় দেয়া হয়েছে। তাই দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ ভাবে দেশনেত্রীর মুক্তি ও গনতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করতে হবে।
সভায় লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোঃ ফারুক রহমান, মোঃ আমিনুল ইসলাম, ঢাকা উত্তর সভাপতি এস এম ইউসুফ আলী, ঢাকা দক্ষিন আহবায়ক মাওলানা আনোয়ার হোসাইন, যুগ্ম-মহাসচিব নুরুল ইসলাম সিয়াম, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমাউন কবীর, অর্থসম্পাদক মোঃ আল আমিন, নির্বাহী কমিটির সদস্য আশরাফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান রুম্মান, ছাত্রমিশন সাধারন সম্পাদক সৈয়দ মোঃ মিলন, যুগ্ম সাধারন সম্পাদক রাহেল হাসান আনোয়ার, কেন্দ্রীয় সদস্য নাজমুল হাসান, নয়ন আহমেদ শান্ত প্রমুখ।