Wed. Oct 15th, 2025
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৮: সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এর নেতৃত্বে পুরোদমে সামাজিক সংস্কার চলছে এক সময়ের গোঁড়া রক্ষণশীল মুসলিম দেশ সৌদি আরবে। এরই ধারাবাহিকতায় সৌদি আরব প্রথমবারের মত ‘ফ্যাশন শো’র আয়োজন করতে চলেছে আগামী মার্চ মাসে।

সোমবার সকালে লন্ডনে এক সংবাদ সম্মেলনে ‘আরব ফ্যাশন সপ্তাহ’ পালনের ঘোষণা দিয়েছেন সৌদি রাজকুমারী নউরা বিনতে ফয়সাল। তিনি একইসঙ্গে আরব ফ্যাশন কাউন্সিলের (এএফসি) অনারারি প্রেসিডেন্টও।

রাজধানী রিয়াদের অ্যাপেক্স সেন্টারে আগামী ২৬ মার্চে পর্দা উঠবে ‘আরব ফ্যাশন কাউন্সিল’ আয়োজিত এ ফ্যাশন সপ্তাহের যা চলবে ৩১ মার্চ পর্যন্ত। এ প্রদর্শনীতে শুধু আরব দেশগুলো নয়, বিশ্বের বিভিন্ন দেশের ডিজাইনাররাও অংশ নিতে পারবেন।

বস্ত্রখাতের সমৃদ্ধির জন্য এবং দেশীয় ডিজাইনারদের সমর্থন দিতে সৌদি আরব এবার এ ফ্যাশন আয়োজনটি যাচ্ছে।

কট্টর ইসলামিক অনুশাসনের দেশ সৌদি আরবে বদলের যে হাওয়া বইছে তার সর্বশেষ সংযোজন হচ্ছে এ ফ্যাশন সপ্তাহ।

এর আগে সৌদি আরব সরকার দেশের নারীদের গাড়ি চালানো, স্টেডিয়ামে গিয়ে খেলা দেখা, কনসার্টে অংশ নেওয়া এমনকি পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া ব্যবসা করারও অনুমতি দিয়েছে। এএফপি