Fri. Aug 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

স্টিভ জবসের দরখাস্ত নিলামেখােলা বাজার২৪। মঙ্গলবার, ০৬ মার্চ, ২০১৮: স্টিভ জবস তার বন্ধু স্টিভ ওজনিয়াককে নিয়ে ১৯৭৬ সালে অ্যাপল প্রতিষ্ঠা করেন। তার হাত ধরেই আইফোন, আইপ্যাডের মতো যুগান্তকারী প্রযুক্তিপণ্য পেয়েছে বিশ্ব। এখন শত শত লোক চাকরি করে তার প্রতিষ্ঠানে। কিন্তু প্রযুক্তি দুনিয়ায় স্টিভ জবস হিসেবে পরিচিত হয়ে ওঠার আগে তিনি আর ১০ জন সাধারণ চাকরিপ্রার্থীর মতোই ছিলেন।

১৯৭৩ সাল পর্যন্ত চাকরির জন্য চেষ্টা করেছেন স্টিভ জবস। ১৯৭২ সালে যুক্তরাষ্ট্রের রিড কলেজে ফল সেমিস্টারে ভর্তি হওয়ার পর মাত্র ছয় মাস পড়েছিলেন সেখানে। এরপর পোর্টল্যান্ড ক্যাম্পাসে দেড় বছর ধরে ক্যালিগ্রাফি, ড্যান্স ও শেক্সপিয়ার বিষয়ে পড়াশোনা করেন। ১৯৭৩ সালে চাকরির জন্য চেষ্টা করেছিলেন তিনি। এ জন্য চাকরির একটি আবেদনপত্র পূরণ করেছিলেন। তবে কোন পদে তিনি আবেদন করেছিলেন তা স্পষ্ট করে জানা যায়নি। তার সেই চাকরির আবেদনপত্রটি সম্প্রতি নিলামে তুলেছে আরআর অকশন নামের একটি নিলামকারী প্রতিষ্ঠান। তারা ধারণা করছেন, ওই আবেদনপত্রটির দাম ৫০ হাজার ডলার পর্যন্ত উঠতে পারে।

আরআর অকশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ববি লিভিংস্টোন বলেন, চিঠিটি তার জীবনস্মৃতিকে আরো জাগ্রত করে দেয়। যে ব্যক্তি এটি কিনবে তার জন্য এটি দারুণ কিছু হবে। এটি দুর্লভ একটি জিনিস। এটি যে তার হাতের লেখা তা এটি যাচাই করে দেখা হয়েছে। মার্চ মাসের ৮ থেকে ১৫ তারিখ পর্যন্ত নিলাম অনুষ্ঠিত হবে। নয়াদিগন্ত