খােলা বাজার২৪। শুক্রবার, ০৯ মার্চ, ২০১৮: বিয়ের শপথ রক্ষার জন্যে আবু ধাবির এক প্রেমিকা তার প্রেমিকের জন্যে ৫৪ লাখ মার্কিন ডলার চুরি করে ধরা খেয়েছে। চুরির অর্থ ওই নারী তার প্রেমিক ও প্রেমিকের ভাইয়ের জন্যে খরচ করে। আবুধাবি অপরাধ আদালত এ তথ্য জানিয়েছেন। খালিজ টাইমস
একটি ব্যাংকে ম্যানেজারের পদে চাকরি করত ওই নারী। তার এ তছরুপের ঘটনা ধরা পড়ে গত বছর জুন মাসে। ব্যাংক কর্তৃপক্ষ তার সম্পদ বাজেয়াপ্ত করেছে। তার ক্রয়কৃত জিনিসপত্র আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে জানিয়েছে এক সহকর্মীর কাছ থেকে সে পাসওয়ার্ড সংগ্রহ করে কোনো বিধি না মেনেই সে এত বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয়। এরপর ওই নারী তা খরচ করে বিলাসবহুল গাড়ি কিনে, ঋণ শোধে ও ইউরোপ ভ্রমণে।