খোলাবাজার২৪ঃ বুধবার ১৬মে, ২০১৮ঃ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ট্রেইনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে ‘অনলাইন সিআইবি অপারেশন অ্যান্ড কোল্যাটারাল ইনফরমেশন সিস্টেম’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ১৫ মে ২০১৮, মঙ্গলবার অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে কোর্সের উদ্বোধন করেন। এ সময় ট্রেইনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুর রহীম দুয়ারি, ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তির উৎকর্ষের ফলে আধুনিক ব্যাংকিং ব্যবস্থা আরও দ্রুত ও সাবলীল হয়েছে। বিশেষ করে বিনিয়োগের ক্ষেত্রে একজন গ্রাহক সম্পর্কে বিশদ তথ্য জানতে অনলাইন ভিত্তিক সিআইবি এভং ইনফরমেশন সিস্টেম ব্যবহারের সুযোগ রয়েছে। এতে ব্যাংকের ঝুঁকি হ্রাসের পাশাপাশি বিনিয়োগের মানও বৃদ্ধি পাবে। তিনি কোর্সে অংশগ্রহণকারী সকলকে প্রশিক্ষণলব্ধ জ্ঞান সঠিকভাবে কর্মক্ষেত্রে প্রয়োগের নির্দেশ প্রদান করেন।