খোলাবাজার২৪.মঙ্গলবার,৩১ জুলাই, ২০১৮ঃ মোঃ রাসেল মিয়া (নরসিংদী প্রতিনিধি ) : নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে সম্প্রতি বছরগুলোতে নারী সহ শিশু ধর্ষনের সংখ্যা দিন দিন কেবল বেড়েই চলছে । সরকারি তরফে নারীর ক্ষমতায়নের কথা বলে মুখে ফেনা তোলা হচ্ছে একদিকে, অন্যদিকে সেই নারীর ওপরই চলছে নানামুখী নির্যাতন। ঘরের ভেতর কিংবা বাইরে কোথাও নিরাপদ নন নারী সমাজ।
আইন প্রয়োগকারী সংস্থাসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের পরিসংখ্যানেই নারী নির্যাতনের ভয়াবহতার চিত্র ফুটে উঠেছে।তাদের পরিসংখ্যান বলছে, দেশে নারী নির্যাতন এবং ধর্ষনের সংখ্যা বেড়েছে। নরসিংদীর বিজ্ঞ আইনজীবিরা তাদের মতামতে প্রকাশ করেছেন যে, প্রচলিত আইনের যথাযথ প্রয়োগ না হওয়া, প্রশাসনের ব্যর্থতা, তদন্তেধীরগতি, বিলম্বিত বিচার প্রক্রিয়া এবং নারীর প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গির কারণে নারী নির্যাতনের ঘটনা বাড়ছে।
এ জেলায় গত দুইবছরে একশটির বেশি নারী ও শিশু নির্যাতিত হয় । জেলায় দিন দিন নারী নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। এ জেলায় নারী ও শিশু নির্যাতনের মধ্যে সবচেয়ে গুরুতর অপরাধ ‘ধর্ষণ’ ঘটনাটিও ঘটছে পাল্লা দিয়ে। অথচ পুলিশের পরিসংখ্যানে ধর্ষণ নামক অপরাধটি আলাদা করে উল্লেখ নেই।
শতকরা ৭৫ ভাগ আসামী এ ধারার সুবিধা নিচ্ছে।সম্প্রীতি নরসিংদীর পলাশে কাকলি আক্তার (৬) নামের এক শিশুকে ধর্ষণের পর গলাটিপে হত্যা করা হয়েছে। গত ২৪ জুলাই দুপুরে উপজেলার গজরিয়া ইউনিয়নের ধনারচর গ্রামেএ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় রবিন মিয়া (১৪) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।নিহত শিশু কাকলি আক্তার ধনারচর গ্রামের অটোরিকশা চালক উসমান মিয়ার মেয়ে ও বক্তারপুর সরকারি বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী।
অপরদিকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আটককৃত রবিন মিয়া একই গ্রামের কৃষক কাশেম মিয়ার ছেলে।অন্যদিকে, কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী রিয়া আক্তার(১৪) কে ধর্ষনের পর গলাটিপে হত্যা করেছে পাষন্ড প্রেমিক আলমগীর হোসেন। সদর উপজেলার ভেলানগর মহল্লায় এ ঘটনাটি ঘটে। নিহত রিয়া আক্তার ভেলানগর মহল্লার রিয়াজুল খন্দকারের মেয়ে।
এ প্রসঙ্গে নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আলম গনমাধ্যম কর্মী দের জানান যে, এ জেলায় ধর্ষনের সাধারণ কোন ব্যাখ্যা দেওয়া যায় না। কারণ সম্প্রীতি এ জেলার ধর্ষনগুলো বিভিন্ন কারণে হয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে পরিবারের অসচেতনতা এবং ইন্টারনেট ব্যবহার করার কারণে কিশোর-কিশোরীরা এসব অসামাজিক কাজে লিপ্ত হয়ে পড়ছে।
তিনি আরো বলেন যে, সম্প্রীতি সময়ে এ জেলায় ধর্ষনের সকল আসামীদেরকেই আমাদের পুলিশ বাহিনীরা গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এসব কর্মকান্ড বন্ধ করার লক্ষ্যে তিনি সকলের পরিবারকে সচেতন হওয়ার জন্য বলেছেন এবং শিশুদেরকে সব সময় বিনোদন, খেলাধুরার রাখার কথা বলেছেন। আমাদের পুলিশ সদস্যরা এসব অপকর্মের বিরুদ্ধে সর্বদা তৎপর রয়েছে।