Tue. Oct 14th, 2025
Advertisements

খোলাবাজার২৪.শনিবার ০৪ আগস্ট , ২০১৮ঃ  শহীদ রমিজ উদ্দীন কলেজের সামনে বাস দূর্ঘনাকে কেন্দ্র করে শহর জুড়ে চলছে ছাত্রছাত্রীদের আন্দোলন।
তারই সুত্র ধরে আজ শনিবার সকাল ১০টার দিকে ধানমন্ডি জিগাতলা,সাইন্সল্যাব এবং নিউ মার্কেটসহ বেশ কয়েক স্হানে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নামে।
আন্দোলনের এক পর্যায়ে (শিক্ষার্থীদের ভাষ্য মতে) ছাত্রলীগ ও পুলিশি বাধার সম্মুখীন হয়।বেলা বাড়ার সাথে সাথে তাদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।
রাজধানীর ধানমন্ডি ১৫ এর বিজিবি গেটের সামনে এ ঘটনা ঘটে।
এসময় আন্দোলন রত শিক্ষার্থীরা তাদেরকে ধাওয়ার প্রতিবাদে ইট পাটকেল ছুড়ে।ছাত্রলীগের কর্মীদের হাতে এসময় লাটি সহ আর্মস দেখা যায়। 
উভয় পক্ষের আহতের সংখ্যা ৩০জনেরও বেশী। 
ঘটনাস্থলে সিটি কলেজের এক শিক্ষার্থী নাম না জানানোর শর্তে খোলাবাজার কে জানান, আন্দোলনরত শিক্ষার্থী হতে ৪জন মেয়েকে তুলে নিয়ে সেক্সুয়ালি হ্যারাজমেন্ট করে এবং দুজন ছেলেকে মেরে লেকের পানিতে ফেলে দেয়া হয়েছে।    
ঘটনার একপর্যায়ে বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।