খোলাবাজার২৪.বৃহস্পতিবার-৩০ আগস্ট ,২০১৮ : বাংলাদেশ জাতীয় দলের দুই ক্রিকেটার সাব্বির আহমেদ ও মোসাদ্দেক হোসেনকে নিয়ে বৈঠকে বসেছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা বিসিবি।
বৃহস্পতিবার মিরপুরে এশিয়া কাপের প্রস্তুতি চলাকালে তাদের ডেকেছে বিসিবি।
নারী কেলেঙ্কারির নানা অভিযোগে অভিযুক্ত সাব্বির আহমেদ। জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেও দলে ছিলেন নিয়মিত।
এদিকে গত রবিবার ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে তাড়িয়ে দেওয়ার অভিযোগে জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকতের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন স্ত্রী সামিয়া শারমিন।