Wed. Oct 15th, 2025
Advertisements

খোলা বাজার ২৪. শুক্রবার,২১ সেপ্টেম্বর ২০১৮ রংপুর বিভাগীয় ব্যুরোচীফঃ লাতিফুল সাফি ডায়মন্ডঃ নিরাপদ সড়ক নিশ্চিত করণের লক্ষ্যে বাংলাদেশ স্কাউট এর নির্দেশক্রমে সারাদেশে জনসচেতনতা মুলক ক্যাম্পেইন কার্যক্রম অনুষ্ঠিত।
দেশব্যাপী ক্যাম্পেইন কার্যক্রমে অংশগ্রহণ করেছেন মোট ১৭ লক্ষ রোভার এবং  স্কাউটস সদস্য। 
সারাদেশের ন্যায় উক্ত কার্যক্রমের ধারা অব্যাহত রেখেছেন রংপুর স্কাউট গ্রুপের সভাপতি ও পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ জনাব  মোঃ খালিদ হোসেন এবং রোভার স্কাউট লিডার মহাদেব কুমার গুন। 
সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মেট কাউন্সিল সদস্যরা।
নিরাপদ সড়কের দাবীতে জনসচেতনতামুলক ক্যাম্পেইন রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও পালন করা হচ্ছে। নিরাপদ সড়ক নিশ্চিতকরণের লক্ষ্যে বক্তব্য রাখেন সিনিয়র রোভার মেট মনোয়ার হোসেন এবং বিপ্লব হোসেন।  
সহকারি রোভার মেট রেজওয়ান হোসেন জানান-মাসব্যাপী ক্যাম্পেইনের শুরুতে রংপুর পলিটেকনিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে ৯.৩০ মিনিটে সকল শিক্ষার্থীর মাঝে জনসচেতনতা সৃষ্টি করেন। 
ইনস্টিটিউটের অভ্যন্তরীণ সচেতনতার পাশাপাশি ২০ সেপ্টেম্বর প্রথম দিনের স্কুল পর্যায়ে রোভার স্কাউট গ্রুপের সাত সদস্যের একটি দল ক্যাম্পেইন করেন। 
ক্যাম্পেইন এর বিষয় সমূহের মধ্যে ছিল ট্রাফিক আইন, রাস্তা পারাপার, ট্রাফিক সাইন  জানা ও এর ব্যবহার সম্পর্কে সকলকে অবহিত করা। 
এছাড়া একজন নাগরিক হিসেবে, একজন শিক্ষার্থী হিসেবে এবং পরিবারের সদস্য হিসেবে রাস্তা চলাচলের আমাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবহিত করনসহ সড়ক পথে চলাচলের জন্য সতর্কতামূলক সবকিছু তুলে ধরেন।পরে ১০ টা ৩০ মিনিট এ রংপুর পলিটেকনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুমতি সাপেক্ষে প্রাথমিক বিদ্যালয়ের কোমল মতি শিক্ষার্থীদের আনন্দের সাথে ক্যাম্পেইন করে রাস্তা চলাচলের বিষয়গুলো বুঝিয়ে দেন।
আর কিভাবে বড়দের সহযোগীতায় রাস্তা পারাপার হতে হবে তা সঠিকভাবে বুঝিয়ে দেন। এভাবেই শেষ হয় নিরাপদ সড়ক নিশ্চিতকরণ জনসচেতনতা মূলক ক্যাম্পেইন।