Thu. Sep 18th, 2025
Advertisements

খোলা বাজার ২৪,বুধবার .১৭ অক্টোবর ২০১৮ঃ  দেশ‌নেত্রী বেগম খা‌লেদা জিয়া ও ২০ দলীয় জো‌টের প্র‌তি অাস্থা রে‌খে বাংলা‌দেশ ন্যাপ ও এনডি‌পির নব‌নির্বা‌চিত নেতৃত্ব ও নেতৃবৃন্দ‌কে অান্ত‌রিক শু‌ভেচ্ছা ও অ‌ভিনন্দন জা‌নি‌য়ে‌ছেন ২০ দলীয় জো‌টের অন্যতম শ‌রিক বাংলা‌দেশ লেবার পা‌র্টির চেয়ারম্যান ডাঃ মোস্তা‌ফিজুর রহমান ইরান।

অাজ (বুধবার) এক প্রেস বিজ্ঞপ্তী‌তে বাংলা‌দেশ ন্যাপ ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম এন শাওন সা‌দেকী ও এন‌ডি‌পির চেয়ারম্যান মোকা‌দ্দিম‌কে নির্বা‌চিত করায় দ‌লের দেশ‌প্রে‌মিক নেতৃবৃন্দ‌কে অান্ত‌রিক শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে ব‌লেন, জা‌তির ক্রা‌ন্তিকা‌লে নতুন নেতৃত্ব ও সিদ্ধান্ত দেশ‌বি‌রোধী অপশ‌ক্তির ষড়যন্ত্র রু‌খে দি‌য়ে‌ছে। সরকা‌রের এক‌টি চি‌হিৃত মহ‌লের প্র‌রোচনায় ক‌তিপয় ব্যা‌ক্তি জোট ছাড়ার ঘোষনা দি‌লেও দ‌লের স্বাধীনতার স্বপ‌ক্ষের শ‌ক্তি সকল ষড়যন্ত্র নসাৎ ক‌রে দি‌য়ে‌ছে। তি‌নি অাওয়ামী ষড়যন্ত্র মোকা‌বেলায় ২০ দলীয় জোট‌কে অা‌রো স‌ক্রিয় ও কার্যকর পদ‌ক্ষেপ গ্রহ‌নের অাহবান জানান।