Sun. Sep 21st, 2025
Advertisements

খোলা বাজার ২৪,সোমবার,১২ নভেম্বর ২০১৮ঃ স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ও ফিনটেক্ ইনোভেশনস্ ইন্টারন্যাশনাল (এফআইআই) ডিএমসিসি, ইউএই-এর মধ্যে ”ট্রেডঅ্যাসেট্স প্লাটফর্ম মেম্বার সাবস্ক্রিপশন” সংক্রান্ত চুক্তিস্বাক্ষরিত হয়েছে।

১২ নভেম্বর ২০১৮ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর  অনুষ্ঠানে ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মামুন-উর-রশিদ এবং এফআইআই-এর প্রেসিডেন্ট ও সিএমও জনাব সুমিত রায়-এর উপস্থিতিতে ব্যাংকের ইভিপি ও ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান জনাব সৈয়দ আনিসুর রহমান এবং ফিনটেক্ ইনোভেশনস্ ইন্টারন্যাশনাল ডিএমসিসি, ইউএই-এর নির্বাহী পরিচালক জনাব আজিজুন্নেসা হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর  করেন।

চুক্তির আওতায় স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ”ট্রেড অ্যাসেট্স” প্লাটফর্ম- এর সদস্য হিসেবে এর অন্তর্ভুক্ত অন্যান্য বৈদেশিক আর্থিক প্রতিষ্ঠানের সাথে আন্তর্জাতিক বৈদেশিক বাণিজ্যে সরাসরি কাজ করতে পারবে। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ তারিকুল আজম এবং উপ- ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মোতালেব হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।