Wed. Oct 15th, 2025
Advertisements

খােলাবাজার২৪,মঙ্গলবার, ২৯ জানুয়ারি ২০১৯ঃ  ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে গঠনতন্ত্র, আচরণবিধি ও ভোটার তালিকাসহ নানা বিষয়ে সিদ্ধান্ত নিয়ে বৈঠকে বসতে যাচ্ছেবিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় সর্বোচ্চ নীতিনির্ধারণী সিন্ডিকেটের সভা শুরু হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সভায় বিভিন্ন কর্মসূচির মধ্যে ডাকসু নির্বাচনের বিষয়গুলোকেই বেশি প্রাধান্য দেওয়া হবে। নির্বাচনে ভোটার, প্রার্থী কারা হবেন সেসব বিষয়ে আলোচনা হবে।

সূত্র আরো জানায়, এর আগে ডাকসুর গঠনতন্ত্র, আচরণবিধি প্রণয়ন, ভোটার তালিকার বিষয়ে বিভিন্ন মতামত দিয়েছেন সংগঠনের নেতারা। এবার এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই আজ সভায় বসছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সিন্ডিকেট।

প্রসঙ্গত, দীর্ঘ তিন যুগ পর আগামী ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার তিন বছরের মাথায় ১৯২৪ সালে ডাকসুর প্রথম কার্যক্রম শুরু। সর্বশেষ ১৯৯০ সালে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়।