Wed. Oct 15th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,বুধবার, ০১ মে ২০১৯ঃ এবার কারাগারে বন্দী অবস্থায় এক আসামীকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। অ্যাডভোকেট পলাশ কুমার রায়কে মিথ্যা মামলায় জড়িয়ে পঞ্চগড় জেলা কারাগারে নিয়ে হত্যা করা হয়েছে। এমন অভিযোগ করেছেন তার পরিবারের। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

মৃত্যু আগে এভাবে অ্যাডভোকেট পলাশ কুমার তার হত্যার বর্ণণা দিয়েছেন। এমন দাবি করেছেন তার পরিবার। পলাশ কুমারের মা মীরা রানী রায়ের অভিযোগ ,সু-পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে তার ছেলেকে।
ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেছেন নিহতের স্বজনেরা। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।