Tue. Oct 14th, 2025
Advertisements
খােলাবাজার ২৪, মঙ্গলবার , ০২জুলাই,২০১৯ঃ চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী আয়োজনের পাশাপাশি একটি প্লেনারি সেশনে বক্তব্য দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এরআগে সোমবার বিকেল ৫টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি। ফ্লাইটটি স্থানীয় সময় রাত ১২টার কিছু পরে চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের ঝশৌইজি আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে তাকে বহনকারী ফ্লাইটটি।

দালিয়ানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান, চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম ফজলুল করিম ও দালিয়ান সিটি মেয়র তান চেংসু।

টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এবারই প্রথম চীন সফরে গেলেন সরকার প্রধান। গুরুত্বপূর্ণ এই সফরে দেশটির প্রেসিডেন্ট শি চিন পিং ও প্রধানমন্ত্রী লি খাচিয়াং এর সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।