Tue. Oct 14th, 2025
Advertisements

খােলাবাজার ২৪, মঙ্গলবার , ০২জুলাই,২০১৯ঃ  ইরান আগুন নিয়ে খেলছে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরেনিয়ামের মজুদ বাড়ানো হয়েছে- ইরানের এমন ঘোষণার পর ট্রাম্পের পক্ষ থেকে এই মন্তব্য করা হয়।

সোমবার হোয়াইট হাউজে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তারা জানে তারা কী করছে। তারা জানে তারা কী নিয়ে খেলছে। আমি মনে করি, তারা আগুন নিয়ে খেলছে। সুতরাং যাই ঘটুক না কেন, ইরানের প্রতি কোনও বার্তা নয়।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ জানিয়েছেন, তার দেশ ইউরেনিয়াম মজুদের ৩০০ কেজির সীমা ছাড়িয়েছে। এরপরই এমন বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিকে যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালালে আধাঘণ্টার মধ্যে মার্কিন মিত্র ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান। সোমবার ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের প্রধান মোজতবা জলনৌর এমন হুঁশিয়ারি দেন।