Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
প্রথম গানেই বাজিমাত, ১ দিনেই এক মিলিয়ন ভিউ!খােলাবাজার ২৪,মঙ্গলবার,০৬ আগস্ট ,২০১৯ঃ চমক দেখাল কিশোর কণ্ঠশিল্পী শফিকুল। তার গাওয়া প্রথম গান ‘ভাবতে ঘেন্না লাগে’ প্রথম দিনেই ইউটিউবে অতিক্রম করেছে এক মিলিয়ন ভিউ-এর রেকর্ড!
চ্যানেল আই আয়োজিত আলোচিত ‘গানের রাজা’ প্রতিযোগিতার প্রথম রানারআপ কণ্ঠশিল্পী শফিকুল ইসলাম। গত ৩ আগস্ট সন্ধ্যায় ‌মিউজিক ভিডিওটি প্রকাশ করে সিএমভি। প্রকাশের ২৪ ঘণ্টা অতিক্রমের আগে এর ভিউ হয় ১০ লাখেরও বেশি।

যে গানের গল্পনির্ভর ভিডিওতে প্রথমবারের মতো মডেল হন দেশের অন্যতম অভিনেতা ফজলুর রহমান বাবু। গানটির গল্পে দেখা যায়, মৃত্যু আর বিয়ের অসাধারণ এক হৃদয়গ্রাহী ঘটনা।লোক আঙ্গিকের এই গানটির কথা লিখেছেন স্নোহাশীষ ঘোষ। সুর-সংগীতায়োজন করেছেন ‘গানের রাজা’ অনুষ্ঠানের অন্যতম বিচারক ইমরান মাহমুদুল। অন্যদিকে ফজলুর রহমান বাবুকে মডেল করে ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা। এর বিভিন্ন দৃশ্যে আরও দেখা যাচ্ছে শিল্পী ইমরান মাহমুদুল ও শফিকুল এবং মডেল সারিকা সাবাহ ও বাঁধনকে।

গানটির এই সফলতায় বেশ উচ্ছ্বসিত ইমরান মাহমুদুল। তিনি বলেন, ‘শফিকুলের প্রতি আমার একটা বিশ্বাস ছিল- ও পারবে। ওর কণ্ঠে আমি অন্য এক মায়া খুঁজে পেয়েছি। তার চেয়ে বড় কথা প্রতিযোগিতায় আমি ওদের বিচারক হিসেবে কাজ করেছি। তখনই সিদ্ধান্ত নিয়েছি, ওদের সবার জন্য কিছু না করতে পারলেও সেরা ৫ জনের জন্য করতে চাই। কারণ, আমি দেখেছি রিয়েলিটি শো থেকে অনেক মেধাবী ছেলে-মেয়ে বেরিয়ে দিগভ্রান্ত হয়ে পড়ে। আমি চাই শফিকুলরা সঠিক পথে এগিয়ে যাক। তারই প্রথম উদাহরণ এই গান- ভাবতে ঘেন্না লাগে। সবার কাছে শফিকুল ও আমার জন্য দোয়া-ভালোবাসা চাই।’

গানটি প্রসঙ্গে শফিকুল বলেন, ‘আমার বিচারক ইমরান মাহমুদুলের সুরে গাইতে পেরেছি, এটাই বড় প্রাপ্তি। আমি ভাগ্যবান। গানটি মুক্তির পর অনেক প্রশংসা পাচ্ছি। ভাবতে ভালো লাগছে এখন।’