Tue. Oct 14th, 2025
Advertisements
খােলাবাজার ২৪,মঙ্গলবার,০৬ আগস্ট ,২০১৯ঃ  ক্লাওভিনো ডে সিলভা। বয়স ১৯। ব্রাজিলের একটি শক্তিশালী অপরাধী দলের প্রধান ছিলেন তিনি। গেল শনিবার পরচুলা, রাবারের মাস্ক ও গোলাপি রঙের টি-শার্ট পরে কারাগার থেকে পালানোর চেষ্টা করেন তিনি। তার মেয়ে তাকে কারাগারে দেখতে এসেছিলেন। সেই সুযোগেই পালানোর চেষ্টা করেছিলেন ওই অপরাধী।

কিন্তু মেয়ে সেজে পালানোর চেষ্টা করেও সফল হতে পারেননি ওই অপরাধী। কর্মকর্তারা তার ছদ্মবেশ ধরে ফেলেন। গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজের মেয়েকে কারাগারে রেখেই পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন ক্লাওভিনো।

রিও রাজ্যের কারা কর্তৃপক্ষ একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ভাইরাল। এতে ক্লাওভিনোকে তার পরচুলা, মাস্ক এবং কাপড় খুলতে দেখা যায়। তাকে এখন অতিরিক্ত নিরাপত্তাবেষ্টিত কারাগারে স্থানান্তর করা হবে। একই সঙ্গে তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।