সিঙ্গাপুর থেকে বিমানে করে আনা হয়েছে মশক নিধনের উন্নতমানের তিন ধরনের ওষুধ। সেই ওষুধের কার্যকারিতা পরীক্ষা করা হবে কিছুক্ষণের মধ্যে।
মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে মেয়র সাইদ খোকন ও অন্যান্য কর্মকর্তা এবং রোগতত্ত্ববিদদের উপস্থিতিতে আমদানি করা এই ওষুধ মশার ওপর স্প্রে করা হবে। দেখা হবে এর কার্যকারিতা।
ক্রয় ও ভান্ডার (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) কর্মকর্তা মো. লিয়াকত হোসেন জানান, বাকি দুটো ওষুধের বক্স অন্য জায়গায় রাখা হয়েছে। ওষুধগুলোর সবই সিলগালা অবস্থায় রয়েছে।