Tue. Oct 14th, 2025
Advertisements
image-207780-1565087451
খােলাবাজার ২৪,মঙ্গলবার,০৬ আগস্ট ,২০১৯ঃ  টাইগার নামের প্রায় ৩০ মণ ওজনের একটি গরু তীব্র গরমে স্ট্রোক করে মারা গেছে। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে গাবতলী পশুর হাটে গরুটির মৃত্যু হয়।

রাজ্জাক জানান, গোসল করানোর পর হঠাৎ দেখি গরুটি হাঁসফাঁস করছে, চোখের মণি উল্টে গেছে। এরপর ধপাস করে গরুটি মাটিতে পড়ে যায়। অসুস্থ হওয়ার মাত্র পাঁচ মিনিটের মধ্যেই টাইগার নামের গরুটি মারা যায় বলে জানান আব্দুর রাজ্জাক।

প্রায় দেড় বছর আগে ১ লাখ ৭২ হাজার টাকা দিয়ে গরুটি কিনেছিলেন আব্দুর রাজ্জাক। গরুটি বাড়িতে থাকা অবস্থায় পাঁচ লাখ টাকায় ব্যাপারীরা কিনতে চেয়েছিল বলে জানান তিনি। বেশি দামের আশায় টাইগারকে হাটে এনেছিলেন তিনি।