Wed. Oct 15th, 2025
Advertisements
খােলাবাজার ২৪,শনিবার,১৭আগস্ট ,২০১৯ঃ  স্ত্রীকে তিন তালাক দেয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ভারতের পুলিশ। দেশটিতে তিন তালাককে অবৈধ ঘোষণা করে সম্প্রতি বিল পাস হওয়ার পর এই প্রথম কাউকে গ্রেফতার করা হলো।

শুক্রবার (১৬ আগস্ট) ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার কোঝিকোড় থেকে অভিযুক্ত ওই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানিয়েছে এনডিটিভি। তার নাম ই.কে. উসমান।

গত জুলাইয়ে ভারতের পার্লামেন্টে তিন তালাক বিল পাস হওয়ার পর মুসলিম নারী বিবাহ সুরক্ষা আইন ২০১৯-এর ৩ ও ৪ ধারায় উসমানকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ১ আগস্টে স্ত্রীকে তিন তালাক দেন ই.কে. উসমান। তার স্ত্রী আদালতের শরণাপন্ন হলে অভিযুক্তকে গ্রেফতারের নির্দেশ দেন বিচারক।

গ্রেফতার করা হলেও পরে উসমানকে জামিনে মুক্তি দেয়া হয়েছে।

তিন তালাক বিরোধী নতুন আইনে দোষী সাব্যস্ত হলে অভিযুক্তের তিন বছর জেল হবে। সেই সঙ্গে রয়েছে আর্থিক জরিমানাও।