Wed. Oct 15th, 2025
Advertisements
  hc
খােলাবাজার ২৪, রবিবার,১৮আগস্ট ,২০১৯ঃ ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট এবং এডিস মশা নির্মূলে দুই সিটি কর্পোরেশনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট।

যারা ডেঙ্গুতে মারা গেছে সে জন্য দায়িত্বশীল ব্যক্তিদের দায় নিয়েও জনমনে প্রশ্ন উঠেছে বলেও মন্তব্য করেন আদালত। ডেঙ্গুতে মৃত্যু সরকারি-বেসরকারি হিসাব নিয়েও রাষ্ট্রপক্ষের আইনজীবীর কাছে জানতে চান আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, প্রক্রিয়া এবং পদ্ধতিগত কারণে মৃতের সংখ্যার এমন ফারাক। এ নিয়ে প্রায় এক ঘণ্টা শুনানি হয় উচ্চ আদালতে। শুনানি শেষে এ বিষয়ে কোনো আদেশ দেননি উচ্চ আদালত। আদালত সম্পর্কে ভুল বার্তা যায় এমন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে আবারও গণমাধ্যমকে সতর্ক করেছেন হাইকোর্ট।

দুই সিটি কর্পোরেশনের ভূমিকা প্রসঙ্গে হাইকোর্ট বলেন, কিছু লোকের দায়িত্বহীনতায় ডেঙ্গুর প্রকোপ সারা দেশে ছড়িয়ে পড়েছে। রাস্তায় ময়লা ফেলে পরিষ্কার অভিযানের চেয়ে হাস্যকর বিষয় আর হতে পারে না বলেও মন্তব্য করেন হাইকোর্ট।