Tue. Oct 14th, 2025
Advertisements

খােলাবাজার ২৪, সোমবার,২৬আগস্ট ,২০১৯ঃ এবার ভারতের কাছে বিদ্যুৎ করতে চায় বাংলাদেশ। ভারতের কাছে বিক্রির পরিকল্পনা দেশটিকে জানানো হয়েছে এবং এই প্রস্তাবে আগ্রহ দেখিয়েছে দিল্লি।

সোমবার(২৬ আগস্ট) সকালে বিদ্যুৎ খাতে বাংলাদেশ ভারত সহযোগিতা বিষয়ক স্টিয়ারিং কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব আহমেদ কায়কাউস সরকারের এই পরিকল্পনার কথা তুলে ধরেন।

সচিব বলেন, ‘দেশে উৎপাদিত চাহিদার অতিরিক্ত বিদ্যুৎ ভারতে রপ্তানির চিন্তাও করা হচ্ছে। এ পরিকল্পনায় ভারতের আপত্তি না থাকলে প্রয়োজনীয়তা যাচাইয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’

তিনি জানান, রামপালের বিদ্যুৎ কেন্দ্রের কাজের অগ্রগতি সন্তোষজনক।

বিদ্যুৎ বিভাগের পক্ষে সিনিয়র সচিব ডক্টর আহমেদ কায়কাউস ও ভারতের পক্ষে দেশটির বিদ্যুৎ সচিব শ্রী সুভাষ চন্দ্র গার্গি নিজ দেশের নেতৃত্ব দেন।

গতকাল রামপাল বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছিলেন ভারতীয় বিদ্যুৎ সচিব।