Sun. Oct 26th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,মঙ্গলবার,৩সেপ্টেম্বর,২০১৯ঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে নির্বাচন বলতে কিছু নেই। নির্বাচন ব্যবস্থাটাই ধ্বংস করে ফেলা হয়েছে। তিনি আজ বিকালে রংপুর মহানগর বিএনপির সদ্য প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনের বাড়িতে সমবেদনা জানাতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন। রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে বিএনপির অংশ নেয়া প্রসঙ্গে তিনি বলেন, আমরা হয়তো নির্বাচনে অংশ নেবো। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। আগামী ৭ সেপ্টেম্বর দলের পার্লামেন্টারি বোর্ডের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। এ সময় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি শামসুজ্জামান শামু, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিজু, জেলা সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রইছ আহাম্মেদসহ দলের বিভিন্নস্থরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।