খােলাবাজার ২৪,বুধবার,৪সেপ্টেম্বর,২০১৯ঃ টানা তিনটি ম্যাচ জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের বাঘিনীরা। মঙ্গলবার স্কটল্যান্ডের ডান্ডিতে স্বাগতিকদের বিপক্ষে বৃষ্টি আইনে ১৩ রানে জিতে সালমারা। ফলে টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলার স্বপ্নভঙ্গ হয় স্কটিশদের।
গতকাল টস জিতে বাংলাদেশকে ব্যাটিং করতে পাঠায় স্কটল্যান্ড। বৃষ্টির কারণে তিন ওভার কাটা যায়। ১৭ ওভার নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুতেই ওপেনার সানজিদা ইসলামকে হারায় বাংলাদেশ। দলীয় ১৬ রানে সাজঘরে ফিরেন তিনি। অষ্টম ওভারে মাঠ ছাড়েন অপর ওপেনার মুরশীদা খাতুন।
দুই ওপেনারের বিদায়ের পর নিগার সুলতানা ক্রিজে আসেন। তার সঙ্গী হয়ে দলকে এগিয়ে নেন ফারজানা হক। ৩৭ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন নিগার। তবে ২২ বলে ২৩ রান করে সাজঘরে ফিরেন ফারজানা। ১৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১০৪ রান।
এরপর আবারো বৃষ্টি বাধায় পড়ে ম্যাচ। স্কটল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ৮ ওভারে ৬৩ রান, যা সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে তাদের জন্য। ৬ উইকেটে ৪৯ রান তুলতে পারে তারা। ওপেনার সারাহ ব্র্যাইসই সর্বোচ্চ ২১ রান করেন। বাকিরা আর দুইয়ের ঘরে পৌঁছাতে পারেননি।
বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন নাহিদা আক্তার, রিতু মনি ও খাদিজা তুল কুবরা।
ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের নিগার সুলতানা।
আগামীকাল বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।