Sun. Oct 26th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,বুধবার,১৮সেপ্টেম্বর,২০১৯ঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর লোকাল অফিস করপোরেট শাখায় ক্যাশ রিসাইক্লিং মেশিন উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে ১৭ সেপ্টেম্বর ২০১৯, মঙ্গলবার শাখাপ্রাঙ্গণে এ মেশিন উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া ও মো. ওমর ফারুক খান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবুল ফয়েজ মুহাম্মাদ কামালুদ্দীন, অন্যান্য নির্বাহী ও কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এই মেশিনের মাধ্যমে গ্রাহকগণ নগদ টাকা তাৎক্ষণিক জমা ও উত্তোলন করার সুবিধা পাবেন।