খােলাবাজার ২৪,সোমবার,০৭অক্টোবর,২০১৯ঃ যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাট গ্রেপ্তার হয়েছেন গতকাল (রোববার)। তবে চতুর্দিকের আলোচনা শোনে মনে হচ্ছে, সবে মাত্র গ্রেপ্তার হয়েছেন তিনি। আসলেই সম্রাট তো সম্রাটই। তাই রাজধানীর গলির চায়ের দোকান থেকে শুরু করে দক্ষিণের প্রতিটি ঘরে আলোচনার মূল বিষয়বস্তু হয়ে উঠেছে সম্রাটের গ্রেপ্তারের খবর।
বিদেশি মদ থেকে শুরু করে টিভি, ফ্রিজ, বিদেশি আসবাব, মূল্যবান আলোকসজ্জার সরঞ্জামাদি কি নেই তাতে? সবই ছিল সেখানে। তবে এখন সেই কার্যালয়টিতে নেই শুধু সম্রাট! তবে তার রুমের সবচেয়ে আকর্ষণীয় ছিল বসার চেয়ারটি। এ যেন ইতিহাসের সেই সম্রাট যুগের আসল ‘সম্রাটী’ চেয়ার!
র্যাবের হাতে গ্রেপ্তার হওয়ার পর সম্রাটকে নিয়ে রোববার দুপুরের পর ভূঁইয়া ট্রেড সেন্টারে অভিযান চালায় র্যাব। সেখানে তার বিলাসবহুল রাজনৈতিক কার্যালয় দেখে বিস্মিত হয়ে যান কর্মকর্তারা।
সাত তলা ভবনের সপ্তম তলায় এক বিশাল ছাদবাগান। ওই বাগানে রয়েছে বহু প্রজাতির উদ্ভিদ। মাঝখানে রয়েছে একটি ফোয়ারা। সেখানে গেলে মনে হবে এটি যেন শহর থেকে হাজার মাইল দূরের কোনো পাহাড়ি এলাকার নির্জন স্থান।
ওই ছাদবাগানের পাশেই তার রাজনৈতিক কার্যালয়। এই কার্যালয়টি তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি ছিল আয়েশের জায়গাও।
এই কার্যালয় যে কেবল রাজনৈতিক কাজে ব্যবহার হতো না তার প্রমাণ পাওয়া যায় ভবনের একটি বেডরুম দেখে। পাওয়া যায় আলিশান খাট, সোফা, কাঠের আলমারি। ভবনের সপ্তম তলার চিত্রও একই। সেখানেও মিলেছে একটি বিলাসবহুল শয়নকক্ষ। কয়েক লাখ টাকার বিছানা, ড্রেসিং টেবিল ও নারীদের ব্যবহারের চিরুনিও দেখা মিলেছে ওই কক্ষে।
ক্যাসিনোকাণ্ড সামনে আসার পর সবচেয়ে আলোচিত নাম যুবলীগ নেতা সম্রাট। তিনি ঢাকায় ক্যাসিনো ব্যবসার গুরু হিসেবে পরিচিত। শুরু থেকেই তাকে খুঁজছিল র্যাব।


