Mon. Oct 27th, 2025
Advertisements
drone-techshohor

খােলাবাজার ২৪,মঙ্গলবার,২২অক্টোবর,২০১৯ঃ যুক্তরাষ্ট্রের কুরিয়ার কোম্পানি ইউনাইটেড পার্সেল সার্ভিস (ইউপিএস) ড্রোনের মাধ্যমে ওষুধ পৌঁছে দেবে। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রে অন্যতম নামি হোলথ কেয়ার কোম্পানি সিভিএসের শাখা প্রতিষ্ঠান সিভিএস ফার্মেসির সঙ্গে তারা চুক্তি করেছে।
সিভিএস এক বিবৃতিতে জানিয়েছে, দ্রুত ওষুধ ডেলিভারি পেলে গ্রামাঞ্চলের মানুষরা উপকৃত হবেন।

ইউপিএসের ড্রোনগুলো পাঁচ পাউন্ড পর্যন্ত বহন করতে পারবে। নির্দিষ্ট রুটে উড়ে বাসা বাড়ির সামনে ওষুধের প্যাকেট রেখে দেবে। ড্রোনের মাধ্যমে ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই ডেলিভারি দেওয়া সম্ভব হবে। ড্রোনের এ গতি জীবন ও মৃত্যুর পার্থক্য গড়ে দেবে বলে জানিয়েছেন ইউপিএসের অ্যাডভান্সড টেকনোলজি গ্রুপের প্রধান বালা গনেশ।

ইউপিএস জানিয়েছে, ইতোমধ্যে সরকারি প্রকল্পের আওতায় সীমিতভাবে নর্থ ক্যালিফোর্নিয়ার হাসপাতালগুলোতে ১১শ’ চিকিৎসা সামগ্রী হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউটাহ হসপিটালেও এ সেবা চালু করা হবে।

ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে ড্রোন চালানোর ছাড়পত্রও পেয়েছে ইউপিএস। তবে কবে নাগাদ পুরোদমে তারা ড্রোন দিয়ে ডেলিভারি সেবা দেবে তা জানা যায়নি।