Wed. Sep 10th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,মঙ্গলবার,২২অক্টোবর,২০১৯ঃ স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ১৩৬ তম শাখা, পল্লবী শাখা; আলম টাওয়ার, প্লট- ১৮, রোড- ০৩, সেকশন- ০৭, পল্লবী মেইন রোড, মিরপুর-১১, ঢাকায় উদ্বোধন করা হয়। ২২ অক্টোবর ২০১৯তারিখে ব্যাংকের সম্মানিত ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃতারিকুল আজমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব কাজী আকরাম উদ্দিন আহ্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে শাখাটি উদ্বোধন করেন।অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সম্মানিত পরিচালক জনাব কামাল মোস্তফা চৌধুরী, ফিরোজুর রহমান, মোঃজাহেদুল হক এবং মোঃনাজমুস সালেহীন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মোতালেব হোসেনসহ শিল্পপতি, ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহকবৃন্দ ও বিভিন্ন স্তরের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ।