খােলাবাজার ২৪,শনিবার,২৬অক্টোবর,২০১৯ঃ শ্রীনগর উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ ফান্ডের এক দশক পূর্তি ও দ্বি-বার্ষিক সাধারণ সভা ১৯ অক্টোবর ২০১৯, শনিবার শ্রীনগর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালক ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন প্রাক্তন মহাসচিব প্রফেসর ডা. কাজী শহীদুল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। প্রফেসর ড. এম মোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা চেয়ারম্যান শেখ মশিউর রহমান মামুন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন। শ্রীনগর উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ ফান্ডের সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন গত ১০ বছরের সংগঠনের কার্যাবলী তুলে ধরেন। সংগঠনের তহবিল থেকে এ পর্যন্ত ১২১ জন মুক্তিযোদ্ধাকে চিকিৎসা এবং মুক্তিযোদ্ধাদের সন্তানের শিক্ষা ও বিয়েতে ৭ লক্ষ টাকা সহায়তা প্রদান করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে প্রফেসর ড. এম মোফাজ্জল হোসেনকে সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীনকে সাধারণ সম্পাদক করে ২ বছরের জন্য ৭ সদস্যের কার্যকরী পরিষদ গঠণ করা হয়।