খােলাবাজার ২৪,সোমবার,১৮নভেম্বর,২০১৯ঃনরসিংদী প্রতিনিধিঃ বিনা মামলা বিনা ওয়ারেন্টে গ্রেফতারকৃত নরসিংদীর পলাশের ঘোড়াশাল পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতীর মুক্তির দাবী জানিয়েছেন তার স্ত্রী রেহেনা বেগম এবং কন্যা মামিয়া আক্তার মিম।আজ সোমবার সকালে নরসিংদী প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই দাবী জানান।
সাংবাদিক সম্মেলনে বক্তৃতা করেন পলাশ পৌর বিএনপি’র সভাপতি আব্দুস ছাত্তার। লিখিত বক্তব্য পেশ করেন মহিউদ্দিন চিশতীর কন্যা মামিয়া আক্তার মিম তিনি বলেন, তার পিতা মহিউদ্দিন চিশতী বিএনপি’র একজন একনিষ্ঠ নেতা। দলের সকল সাংগঠনিক কার্যক্রমে তিনি সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে থাকেন বলে পুলিশ তার উপর কড়া নজরদারী করে। এরই ধারাবাহিকতায় গত ২ নভেম্বর সন্ধ্যায় মহিউদ্দিন চিশতী’র নিজ বাড়ী হইতে বিনা মামলা বিনা ওয়ারেন্টে ঘোড়াশাল ফাঁড়ির পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। তাকে ফাঁড়িতে নিয়ে অমানবিকভাবে মারধোর করে রক্তাক্ত জখম করে। পরে সেখান থেকে নরসিংদী ডিবি পুলিশ অফিসে তাকে হস্তান্তর করা হয়। ডিবি পুলিশ তার নিকট থেকে অস্ত্র ও মাদক উদ্ধার দেখিয়ে তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে কোর্টে চালান দেয়। এই মামলায় ডিবি পুলিশ আবার তাকে ৫ দিনের রিমান্ড দাবী করে। কিন্তু বিজ্ঞ আদালত আসামীর শারীরিক অসুস্থতা বিবেচনা করে পুলিশের রিমান্ড এর আবেদন না-মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন এবং সাথে তার শারীরিক চিকিৎসার জন্য নির্দেশ প্রদান করেন।
পরবর্তীতে তার আত্মীয়-স্বজন জেলখানায় যোগাযোগ করে জানতে পারেন যে, পুলিশ তাকে মেরে প্রায় পঙ্গু করে দিয়েছে। বর্তমানে মারাত্মক অসুস্থ অবস্থায় মহিউদ্দিন চিশতী জেলখানায় চিকিৎসাধীন রয়েছে। এদিকে পুলিশ প্রায় প্রতিদিনই মহিউদ্দিন চিশতীর ফার্নিচারের দোকানে গিয়ে কর্মচারীদেরকে দোকান না খোলার জন্য বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিচ্ছে। কয়েক দিন আগে তার দোকানের একজন মিস্ত্রীকে ধরে নিয়ে মাদকের মামলায় ঢুকিয়ে দিয়েছে।
এছাড়া মহিউদ্দিন চিশতীর একটি মাছের খামারে গিয়েও পুলিশ হুমকি-ধমকি দিয়ে খামার কার্যক্রম বন্ধ রেখে তাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে। তারা জানান এর আগেও পুলিশ মহিউদ্দিন চিশতীকে কয়েকবার ধরে নিয়ে তার বিরদ্ধে ১৪ টি মিথ্যা মামলা দায়ের করেছে। এসব মামলায় জামিন নেয়ার পরও গত ২ নভেম্বর তাকে পুনরায় বিনা মামলা বিনা ওয়ারেন্টে গ্রেফতার করে।