Thu. Oct 23rd, 2025
Advertisements
খােলাবাজার২৪,বৃহস্পতিবার,১৯ডিসেম্বর,২০১৯ঃতুরাগ নদের দুই তীর পুনর্দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিনে ৫ শতাধিক পাকা ও কাঁচা ঘর গুঁড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ। এতে বাধা দেয়ায় তিন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। মাস ছয়েক আগে একই স্থানে উচ্ছেদ করা হলেও প্রভাবশালীরা দখল করে কাঁচা বাজার এবং ভবন নির্মাণ করে। উচ্ছেদ করা স্থাপনা নিলামে বিক্রি করে দিয়েছে বিআইডব্লিউটিএ

নদী দখলদারদের দোর্দণ্ড প্রতাপের নজির যেন তুরাগ নদের আবদুল্লাহপুর অংশে গড়ে উঠা স্লুইসগেট কাঁচা মার্কেট। বছরের শুরুতে গুঁড়িয়ে দেয়া ধ্বংসস্তুপে আবারো গড়ে উঠেছে দু’তলা ভবনসহ বাজার।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, দোকান প্রতি দৈনিক ১ হাজার টাকার উপর ভাড়া গুনতে হতো তাদের। টাকা সংগ্রহ করতেন রাজনৈতিক পরিচয়ধারী একব্যক্তি ও তার পরিবার।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) অবৈধ এসব স্থাপনা চোখের নিমিষেই গুঁড়িয়ে দেয় বিআইডব্লিউটিএ। এ সময় উচ্ছেদে বাধা দেওয়ায় তিনজনকে শাস্তি দেন ভ্রাম্যমাণ আদালত। এরমধ্যে ভ্রাম্যমাণ আদালত একজনকে ২ লাখ টাকা জরিমানা ও তিন মাসের জেল, একজনকে এক বছরের জেল এবং আরেকজনকে ছয় মাসের জেল ও দুই হাজার টাকা জরিমানা করেছেন।

বিআউডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান হাকিম বলেন, যারা পুনরায় দখল করেছে আমরা তাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছি। এই অভিযানে জরিমানা ও সাজার পরিমাণ দিগুণ হবে।

নদী ঘিরে সরকারের যে পরিকল্পনা তা বাস্তবায়নে উদ্ধার হওয়া জমি যেন পুনর্দখল না হয় সেই বিষয়ে করো কঠোর অভিযানের ঘোষণা দেন বিআইডব্লিটিয়ের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুব-উল ইসলাম।

তিনি বলেন, ঢাকা শহরের চারপাশে ওয়াকয়ে এবং নদীর পাড় বাঁধাই হয়ে গেলে আমরা এগুলো মেন্টেইন করতে পারবো।

উদ্ধার হওয়া প্রায় ১০ একর জমির মাটি এবং স্থাপনা প্রায় ৭৫ লাখ টাকায় নিলামে বিক্রি করা হয়েছে। নির্ধারিত সময়ে তা অপসারণ না করা হলে নিলাম গ্রহীতার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া কথা জানিয়েছে বিআইডব্লিউটএ।