Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার২৪,বুধবার,১১মার্চ,২০২০ঃ রুপনগরের আগুন নিয়ন্ত্রণেফায়ার সার্ভিসের ২৫ ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মিরপুর রূপনগর বস্তির আগুন।

বুধবার সকাল পৌনে ১০টার দিকে রূপনগরের ‘ত’ ব্লকের বস্তিতে লাগা আগুন পৌনে ১টার দিকে নিয়ন্ত্রণে আসে বলে  জানা গেছে।

তাৎক্ষণিকভাবে হতাহত এবং আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

এরআগে রূপনগরে বস্তির আগুন ভয়াবহ আকার ধারণ করে। বস্তি ছাড়িয়ে পার্শ্ববর্তী কয়েকটি বহুতল ভবন ও মসজিদে ছড়িয়ে পড়ে। এছাড়া পুড়ে যায় আশপাশের কয়েকশো ঘর।

ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাসেল শিকদার বলেন, সকাল পৌনে ১০টায় মিরপুরের রূপনগরের ‘ত’ ব্লকের বস্তিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট প্রথমে কাজ শুরু করে। পরে আরও ৯টি ইউনিট যোগ হয়ে মোট ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এরপর পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় আরও ৫টি ইউনিট আমাদের সঙ্গে যোগ দেয়। সবমিলিয়ে আগুন নিয়ন্ত্রণে ২৫টি ইউনিট কাজ করে।