Wed. Aug 27th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

  আইজিপি বেনজীর আহমেদ

খােলাবাজার২৪, রোববার ১৭ মে, ২০২০: ঈদ উপলক্ষে ও সরকার ঘোষিত বর্ধিত ছুটি উদযাপনের জন্য অনেকেই গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হচ্ছেন। এটি কোনভাবে হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়ে তিনি বলেন, সরকারের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কোনোভাবেই ঢাকার বাইরে থেকে ঢাকায় এবং ঢাকা থেকে ঢাকার বাইরে কেউ যেন যেতে না পারেন। একইভাবে প্রতিটি জেলা ও মহানগরীও জনস্বার্থে কঠোরভাবে এ বিষয়টি বাস্তবায়ন করবে।

রোববার (১৭ মে) মাঠ পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে এসব কথা বলেন আইজিপি ড. বেনজীর আহমেদ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী জনগণের সার্বিক কল্যাণের জন্য যেসব নির্দেশনা দিয়েছেন তা সবাইকে যথাযথভাবে অনুসরণ করতে হবে।

সাধারণ মানুষকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান আইজিপি।

শপিংমল ও মার্কেটসমূহ যেন যথাযথ নিয়ম-কানুন ও স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা হয় সেটিও নিশ্চিত করতে নির্দেশনা দেন বেনজীর আহমেদ। পাশাপাশি সব ক্ষেত্রে সরকারি নির্দেশনা ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধির যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন তিনি।

করোনা মোকাবিলায় সাফল্য দেখিয়েছে এমন সব দেশের পদক্ষেপ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কৌশলসহ বাংলাদেশ সরকারের নির্দেশনার আলোকে পুলিশ সদস্যের জন্য একটি অত্যন্ত আধুনিক এসওপি (স্ট্যান্ডিং অপারেটিং প্রসেডিউর) তৈরি করে তা সব ইউনিটে দেয়া হয়েছে। সেই নির্দেশনা যথাযথভাবে অনুসরণ পুলিশ বাহিনীর সদস্যদের আহ্বান জানান আইজিপি।