Wed. Aug 27th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪, শুক্রবার০৯, অক্টোবর ২০২০: যুক্তরাষ্ট্রের কাছে আগামী মার্চ মাসের মধ্যে প্রত্যেক নাগরিকের জন্য পর্যাপ্ত পরিমাণে কোভিড-১৯ ভ্যাকসিন এসে যেতে পারে বলে জানিয়েছেন মার্কিন স্বাস্থ্য ও মানব পরিষেবাবিষয়ক মন্ত্রী অ্যালেক্স আজার। বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

করোনাভাইরাসবিষয়ক এক ভার্চুয়াল অনুষ্ঠানে গতকাল বৃহস্পতিবার অ্যালেক্স বলেন, “মার্কিন সরকারের করোনাভাইরাস ভ্যাকসিন প্রোগ্রাম ‘অপারেশন র‍্যাপ স্পিড’-এর মাধ্যমে চলতি বছরের শেষ নাগাদ ১০ কোটি ডোজ ভ্যাকসিন পাওয়া যাবে বলে আশা করা যায়।”

অ্যালেক্স আজার আরো বলেন, ‘প্রত্যেক মার্কিন নাগরিক, যাঁরা ২০২১ সালের মার্চ থেকে এপ্রিলের মধ্যে একটি ভ্যাকসিন চান, তাঁদের জন্য যথেষ্ট পরিমাণ ভ্যাকসিন আমাদের থাকবে বলে মনে করি।’

মন্ত্রী অ্যালেক্স জানান, বর্তমানে ২৩টিরও বেশি ল্যাবে মার্কিন সরকার সমর্থিত ছয়টি সম্ভাব্য ভ্যাকসিনের ডোজ প্রস্তুত করা হচ্ছে। এর মধ্যে মডার্না, ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা এবং জনসন অ্যান্ড জনসনসহ আরো কয়েকটি প্রতিষ্ঠানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি ভ্যাকসিন ট্রায়ালের শেষ পর্যায়ে রয়েছে।

এ ছাড়া ভ্যাকসিন দেওয়ার জন্য প্রয়োজনীয় সুচ, সিরিঞ্জ, বোতল এবং অন্যান্য সরঞ্জামও যুক্তরাষ্ট্র পাচ্ছে বলে জানান অ্যালেক্স।