Wed. Oct 15th, 2025
Advertisements

খােলাবাজার২৪,শুক্রবার,১৬জুলাই,২০২১ঃ আগামী রবিবার বা সোমবার করোনা ভাইরাসের টিকা নিতে পারেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে তিনি বাসায় থেকেই টিকা পাবেন নাকি নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা নিতে হবে সেটি নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর।

কারণ শর্ত সাপেক্ষে কারামুক্ত খালেদা জিয়ার বাড়ির বাইরে যাওয়া নির্ভর করছে সরকারের অনুমতি অনুযায়ী। টিকা নেওয়ার এসএমএস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

খালেদা জিয়ার চিকিৎসকরা জানিয়েছেন, টিকার নিবন্ধনের কেন্দ্র নির্বাচন করা হয়েছে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল।

শুক্রবার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক টিমের সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, আশা করি, দুই থেকে তিনদিনের মধ্যে ম্যাডাম টিকা নিতে পারবেন। টিকার বিষয়টি সরকার সংশ্লিষ্টদের জানানো হয়েছিল। টিকার তাপমাত্রার বিষয়টি মাথায় রেখেই কেন্দ্রে গিয়ে নিতে আগ্রহী তিনি।

ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তন রয়েছে। করোনায় আক্রান্ত হওয়ার পর ৫৪ দিন হাসপাতালে চিকিৎসা শেষে যে অবস্থায় বাসায় ফিরেছেন এখনও সেই অবস্থাতেই আছেন খালেদা জিয়া। গত অবস্থার কোনো উন্নতি হয়নি।

করোনার টিকা নেওয়ার জন্য ৭৬ বছর বয়সী খালেদা জিয়া গত ৯ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘সুরক্ষা’ওয়েবসাইটে নিবন্ধন করেন। কেন্দ্র হিসেবে মহাখালীর ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল পছন্দ করেন তিনি।