Wed. Oct 15th, 2025
Advertisements

 

২২ মার্চ খোলা বাজার অনলাইন ডেস্কঃ হাসনাত তুহিন ফেনী প্রতিনিধিঃ-প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহীন পরিবারকে চতুর্থ বারের মতো গৃহ ও জমি হস্তান্তর উপলক্ষে এক আলোচনা সভা ২২ মার্চ বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ আক্তার তানিয়ার সভাপতিত্বে দাগনভূঞা আতাতুক স্কুল অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত হয়।
হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেনী জেলা জেলা প্রশাসক আবু সেলিম মাহমুউল হাসান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিন,উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সী প্রমুখ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলিল ও গৃহ হস্তান্তর উদ্বোধন করা পর দাগনভূঞা উপজেলা দিন ৯৫ জন ভূমিহীন ও গৃহীনদের মাঝে প্রধান অতিথি গৃহ ও দলিল হস্তান্তর করেন