
১০জুলাই খোলাবাজার অনলাইন ডেস্ক : আব্দুল আউয়াল বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ার সলিয়াবাকপুর ইউনিয়নের নরোত্তমপুর গ্রামে আজ ১০জুলাই সোমবার সকাল ১১ টায় নরোত্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর স্কুলের ক্লাস চলাকালীন সময় স্কুলের পাশে মৃত হাকিম হাওলাদারের গভীর ভরা পুকুরে ইউনিফর্ম পড়া অবস্থায় কোমলমতি দুই ছাত্রীকে দিয়ে কাপড় ধোয়ার দৃশ্য তুলে ধরা হয়।কাপড় ধোয়ার সময় স্কুলের কতৃপক্ষের কেউ সেখানে উপস্থিত ছিল না। যা সামাজিক যোগাযোগের মাধ্যমে এলাকায় বেশ চাঞ্চ্যলের সৃষ্টি হয় ।
ঘটনা স্থলে অনুসন্ধান করতে গেলে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কৃষ্ণ ঘরামীকে কে প্রাথমিক অবস্থায় না পাওয়ায় অন্য শিক্ষক আর ছাত্রদের দ্বারা ঘটনার সত্যতা পাওয়া যায়। এরপর সারে এগারো টায় প্রধান শিক্ষক উপস্থিত হয়েছেন। দেরিতে উপস্থিত হওয়ায় তাকে জিজ্ঞেস করায় তিনি বলেন স্কুলের ফটোকপির কাজে তিনি বাজারে গিয়েছিলেন।
এ ব্যাপারে প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি বলেন ঘটনাটি বিস্তারিত জেনে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।ঐ এলাকার তারেক হাওলাদার ও আকিব হাওলাদার তাদের সাথে কথা বলে জানা যায় তারা ক্ষোভের সাথে জানান কাজ করানো হোক তাতে সমস্যা নেই কিন্তু বাচ্চারা ভরা পুকুরে পড়ে গিয়ে কোন দুর্ঘটনা ঘটে গেলে এর দায়ভার কে নেবে।এর আগেও বাচ্চাদের দিয়ে কাজ করানোর অনেক ঘটনা ঘটেছে এই বিদ্যালয়ে।
বানারীপাড়া উপজেলার শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম এব্যাপারে জানান, এবিষয়ে আমি জানতে পেরেছি।স্কুল চলাকালীন সময়ে ছাত্রদের দ্বারা এধরনের কাজ কেউই করাতে পারবেনা।
এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে। এবিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস মুঠো ফোনে জানান আমি ঘটনাটি এখন পর্যন্ত জানি না। ঘটনার সত্যতা প্রমাণ পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।