১৮জুলাই খোলাবাজার অনলাইন ডেস্ক : শিমু আক্তার,শিবপুর প্রতিনিধিঃ নরসিংদীর শিবপুরে বাংলাদেশী অভিবাসী মহিলা শ্রমিক এ্যসোসিয়েশন (বমসা)র আয়োজনে প্রবাসী গৃহকর্মী নির্যাতন ও সহিংশতা,অর্থ আত্মসাৎ, নিয়মিত বেতন প্রদান না করা,এক কাজের কথা বলে অন্য কাজ দেয়া, নিয়মিত ছুটি না দেয়া,অসুস্থ হলে চিকিৎসা না করা, করোনাকালীন সময় যে সকল মহিলা শ্রমিক দেশে ছুটিতে আসছে তাদেরকে পুনরায় না নেয়া, মারধর করা, অস্বাভাবিক মৃত্যু হলে স্বাভাবিক মৃত্যুর সনদ দেয়া এসবের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করছে বমসা। গ্লোবাল এ্যাফার্য়াস কানাডার অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় সাংবাদিক সম্মেলনে অভিবাসী মহিলা শ্রমিকদের শ্রম অধিকার বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোড় দাবী করেন।
বমসার নেতারা বলেন যে সব দেশে মহিলা শ্রমিক রয়েছে, সে সব দেশের সরকার যাতে আমাদের দেশের মহিলা শ্রমিকদের শ্রম অধিকার বাস্তবায়ন করে এ নিয়ে আলোচনা করার জন্য সরকারের নিকট আহবান জানান। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বমসার নির্বাহী পরিচালক শেখ রুমানা, চেয়ারম্যান লিলি জাহান, শিবপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক এস,এম আরিফুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোমেন খান,সাংবাদিক শেখ মানিক, সাবেক প্রচার সম্পাদক মাহবুব খান ও আতাবুর রহমান সানী।
এসময় আরো উপস্থিত ছিলেন বমসার,প্রোগ্রাম অফিসার রুজিনা আক্তার, ফিল্ড ফ্যাসিলেটেটর রুবি বেগম ও বিভিন্ন ইউনিয়নের গ্রুপ লিডারবৃন্দ।