Tue. Jul 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

০৬আগস্ট খোলাবাজার অনলাইন ডেস্ক : ৬ আগস্ট ২০২৩ তারিখ রবিবার বাদ যোহর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) প্রধান কার্যালয়ের মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মদিন উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ; উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ যথাক্রমে কাজী আব্দুর রহমান ও মোঃ আব্দুর রহিম; প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) শওকত শহীদুল ইসলামসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। দোয়া মাহফিলে বঙ্গবন্ধু ও তাঁর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালসহ ১৫ আগস্টে শাহাদত বরণকারী তাঁর পরিবারের সকল সদস্যের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ঈমাম মোঃ সাইদুর রহমান।