Sat. Apr 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

০৭আগস্ট খোলাবাজার অনলাইন ডেস্ক : প্রাইম ব্যাংকসম্প্রতি রাজধানীর আগারগাঁও-এ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে বিদেশী বিনিয়োগকারীদের ওয়াান স্টপ ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর সাথেএকটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।এই চুক্তির ফলে বিদেশী বিনিয়োগকারীরা বিডা- এর ওয়াান স্টপ সার্ভিস প্ল্যাটফর্মের মাধ্যমে প্রাইম ব্যাংকে অনলাইন ব্যাংকঅ্যাকাউন্ট ও অস্থায়ী ব্যাংকঅ্যাকাউন্ট খোলার সুবিধা পাবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকশামস আবদুল্লাহ মোহাইমীন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর মহাপরিচালক ইঞ্জিনিয়ার জীবন কৃষ্ণ সাহা রায় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।বাংলাদেশে সরাসরি বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করার এই প্রচেষ্টায় প্রাইম ব্যাংক, বিডা-এর সাথে একসাথে কাজ করতে পেরেগর্বিত।

প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকশামস আবদুল্লাহ মোহাইমীনবলেন ”বিডা-এর সাথে এই অংশীদারিত্বেরসূত্র ধরে প্রাইম ব্যাংক বাংলাদেশে বিদেশী বিনিয়োগসহজীকরণে অবদান রাখতে সক্ষম হবে।২৮ বছরেরও বেশি সময় ধরে প্রাইম ব্যাংক বাংলাদেশের একটি নেতৃস্থানীয় ব্যাংক হিসেবে দেশের অর্থনীতিতে বৃহত্তর অবদান রাখার পাশাপাশি উন্নয়ন এবং সমৃদ্ধিতে বিশেষ অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”